বায়েজিদ বোস্তামী

  ০৪ জুন, ২০১৯

আগে তো শীত আসুক

শবযাত্রী সকল গোরস্তানের দিকে হাঁটছে নত মুখে। নিজেরাও একেকটি শবপ্রায়। নিষ্কম্প। নির্বাক। নির্বিকার।

এখানে কচি পাতার গায়ে লেগে আছে সোনা রোদ। কী ভীষণ তাজা প্রাণ! তাকেও কি তুমি ঝরে যেতে বলো, কফিনের পরে? খোরাক হতে বলো যে ইঁদুর দাঁতে শান দিচ্ছে অনন্তকাল ধরে তার আজকের নৈশভোজের?

কচি পাতাটি দেখে যেতে চায় একটি সজল বরষা, একটি নীলাভ শরৎ! হেমন্তের নরোম শিশির গায়ে মেখে পেতে চায় শেষ স্নানের পবিত্র আরাম।

আগে তো শীত আসুক। তারপর তাকে ঝরে যেতে বলো তোমার বুকের মতন মিলনকাতর মাটিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close