reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘গ্রামের একাত্তর’ এর মোড়ক উন্মোচন

ব্র্যাক ইউনিভার্সিটিতে আফসান চৌধুরী সম্পাদিত ‘গ্রামের একাত্তর’ বইটির মোড়ক উন্মোচন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বইটির মোড়ক উন্মোচিত হয়। এরপর মুক্তিযোদ্ধা, গবেষক ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ওপর ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস টানলে কেবল রাজনৈতিক ও সম্মুখ সমরের কথাই আলোচিত হয়। তবে কেবল শহুরে যুদ্ধ বা রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে নয় বরং সব পর্যায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাঙালির স্বাধীকার স্বাধীনতায় রূপ লাভ করে। গ্রামের মুক্তিযুদ্ধ, ব্যক্তির সংগ্রাম, নারীদের অবদান, শরনার্থী শিবিরের গল্পসহ মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস উঠে এসেছে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আফসান চৌধুরী সম্পাদিত গ্রামের একাত্তর বইটিতে। তেরটি অধ্যায় নিয়ে রচিত ‘গ্রামের একাত্তর’ সম্পাদনে আফসান চৌধুরীকে সহায়তা করেছেন একদল তরুণ গবেষক। এদেরই একজন ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ফৌজিয়া আফরোজ। ‘গ্রামের একাত্তর’ বইটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘বইটির মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও তৎকালীন সমাজ ব্যবস্থার আসল চিত্র ফুটে উঠেছে।’ বইটির অপর গবেষক জাকির হোসেন তমাল বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ও তৎকালীন দিনগুলোতে মানুষের জীবনচিত্র, তাদের সংগ্রাম-বেঁচে থাকার অনেকগুলো গল্প রয়েছে বইটিতে। বইটি মুক্তিযুদ্ধ নিয়ে পাঠককে ভিন্ন আঙ্গিকে ভাবতে বাধ্য করবে।’ গ্রামের একাত্তর গবেষণা প্রবন্ধের সম্পাদক ও ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের শিক্ষক আফসান চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল রাজনৈতিক ও পাকিস্তানি বাহিনীর সঙ্গে বাঙালির সম্মুখ সমরের মধ্যেই সীমাবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close