বিদেশ ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৬

কাশ্মীরে ভারত-চীন সামরিক মহড়া

উভয় দেশের সম্পর্কের মধ্যে ক‚টনৈতিক উত্তেজনা বিদ্যমান থাকা সত্তে¡ও গত বুধবার জম্মু-কাশ্মীরের লাদাখে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় যৌথ মহড়া করল ভারতীয় ও চীনা সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, হিমালয়ের পাদদেশে একটি গ্রামকে কৃত্রিমভাবে ভ‚মিকম্পে বিধ্বস্ত তৈরি করা হয়েছিল এবং সেখানেই যৌথ উদ্ধার কার্যের মহড়া চালান দুই দেশের সেনাসদস্যরা। এ মহড়ায় ভারতীয় সেনার দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার আরএস রামান ও চীনা সেনার দায়িত্বে ছিলেন কর্নেল ফান জুন। উভয়পক্ষই মনে করছে, এ মহড়ার মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধার কার্য চালানোর ক্ষেত্রে দুদেশের সেনাবাহিনীর সুবিধা হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে। এর আগে গত ৬ ফেব্রæয়ারিতে চীনে একটি সামরিক মহড়া করেছিল ভারত ও চীন। আর এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতীয় ভ‚মিতেই হয়েছে তেমন একটি মহড়া। ভারতীয় সেনারা জানায়, এ মহড়ার মাধ্যমে উভয় দেশের মধ্যে শুধু উদ্ধারকাজের কৌশল বিনিময় হয়নি, বরং দুদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন করেছে। এই মহড়া সম্পূর্ণ সফল বলে তারা দাবি করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist