রংপুর অফিস

  ১৪ মে, ২০১৮

রংপুরে ভুয়া মুক্তিযোদ্ধার দাপট!

ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এলাকায় অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন পীরগাছা উপজেলার হরগোবিন্দ গ্রামের আব্দুস সাত্তার। সে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করে এলাকায় মানুষের ওপর হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজিসহ সমস্যা সৃষ্টি করছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে শাহজাহান আলী গত ১০ মে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার এবং কল্যানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, গত ৫ মে শাহজাহান আলী নিজ সম্পত্তির ওপর ঘরবাড়ি নির্মাণ করতে গেলে আব্দুস সাত্তার তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাহজাহান আলী দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আব্দুস সাত্তার তার বিরুদ্ধে মামলা করেন। একই এলাকার আব্দুর রহমান জানান, আমার ৫ শতাংশ জমি ওই ভুয়া মুক্তিযোদ্ধা জবরদখল করে খাচ্ছে। ইউপি চেয়ারম্যান নুর আলম জানান, আব্দুস সাত্তার গ্রামের সাধারণ মানুষকে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন প্রকার হয়রানির চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী শাহজাহান আলী বলেন, সঠিক মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে পুলিশ প্রশাসনের কাছে ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) অজিউল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান জানান, হরগোবিন্দ গ্রামে আব্দুস সাত্তার নামে কোনো বীর মুক্তিযোদ্ধা নেই। তিনি মহান বীর মুক্তিযোদ্ধার নাম করে সমাজে বহু অপ্রীতিকর কর্মকান্ড করছে। এ বিষয়ে আব্দুস সাত্তারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। সরেজমিন গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে মুক্তিযোদ্ধা পরিচয় দেন। পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ফাউজুল কবিরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এরকম ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ আমরা পেয়েছি। সত্যতা পেলে ব্যবস্থা নেব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist