নিজস্ব প্রতিবেদক

  ১৫ জুন, ২০১৮

শাহজালালে যাত্রীর মানিব্যাগে স্বর্ণ!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীকে তল্লাশি করে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। গতকাল বৃহস্পতিবার সকালে এ স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। সিআইআইডির মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় সারজাহ, দুবাই থেকে এ ৯৫১৭ ফ্লাইটে করে আসা তিনজন যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। যাত্রীরা বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে এ স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন। কোনো ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদের তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়।

তিনি জানান, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্য ছিল। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ায় গ্রিন চ্যানেলে অবস্থান নেওয়া হয়। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের মানিব্যাগ এবং শরীর তল্লাশি করে স্বর্ণবারগুলো জব্দ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist