ক্রীড়া প্রতিবেদক

  ০৭ নভেম্বর, ২০১৯

টাইগারদের বড় অর্জনের হাতছানি

নবম দেখায় এসেছে প্রথম জয়। দশম দেখায় যদি দ্বিতীয় জয়টি মুঠোয় চলে আসে তাহলেই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। বড় অর্জনের হাতছানি নিয়েই আজ রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তৃতীয় ও শেষ ম্যাচ ১০ নভেম্বর নাগপুরে। দিল্লি জয়ের উদযাপন জমিয়ে রেখেছে বাংলাদেশ। রাজকোটেও একই ফল হলে সিরিজ জয়ের উদযাপনে সেটি পুষিয়ে দিতে চাইবে টিম টাইগার্স।

গত রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারালেও সেভাবে উদ্যাপন করেনি টাইগাররা। ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানো মুশফিকুর রহিম ছিলেন শান্ত-স্বাভাবিক। পরে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন সিরিজ জিতলে দেখা যাবে ভিন্ন চিত্র।

অনেক চ্যালেঞ্জ থাকার পরও শুরুর ম্যাচেই দলীয় পারফরম্যান্সে পাওয়া জয় প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অনেক। সাকিব-তামিম ছাড়াও তিন বিভাগেই যে ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন ক্রিকেটাররা তার বন্দনা চলছে সর্বত্র। ভারতের সংবাদমাধ্যমে অভিজ্ঞ মুশফিক তো বটেই, তরুণ আমিনুল-আফিফ-নাঈমদের অবদান ও সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

উল্টো চিত্র ভারতের। টি-টোয়েন্টিতে বছরটা ভালো যাচ্ছে না তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজে ড্র (১-১) করেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের তারা হোয়াইটওয়াশ (৩-০) করলেও ঘরের মাঠে তার আগেই অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের (২-০) লজ্জা পেয়েছে। যার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। বর্তমানে ভারত বিশ্বের পাঁচ নম্বর দল।

চার ধাপ পিছিয়ে বাংলাদেশ ১০ নম্বরে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। গত মাসেই দেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জেতা দলটি শক্তিশালী ভারতকে পেয়ে বলে-ব্যাটে জ্বলে উঠে পার্থক্য গড়েই তুলে নেয় জয়। খানিকটা ব্যাকফুটে থাকা ভারতকে আরো চাপে রাখার সুযোগ কতটা নিতে পারে বাংলাদেশ সেটিই এখন দেখার।

আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসানকে হারিয়ে প্রথম ম্যাচে নামার আগে ‘আহত বাঘ’ ছিল বাংলাদেশ। দিল্লিতে হারের পর আহত সিংহ এখন ভারত। রাজকোটে রোহিত শর্মার দল ঘুরে দাঁড়াতে দুর্দান্ত কিছু করতে চাইবে, সেটি আঁচ করতে পারছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি, তারা শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরো বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে চাইবে।’

ওয়ানডে সিরিজে একবার ভারতকে (২-১) হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল দেশের মাটিতে ২০১৫ সালে। ভারতের মাটিতে তাদেরকে হারানোর অভিজ্ঞতা প্রথম হয়েছে চলতি সিরিজেই। দিল্লির পর রাজকোটেও দলীয় প্রচেষ্টায় সামর্থ্যরে প্রমাণ দিতে পারলে যোগ হবে সাফল্যের মুকুটে নতুন পালক, বাংলাদেশ নাম লেখাবে বড় অর্জনে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,বাংলাদেশ-ভারত,টি-টোয়েন্টি সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close