ক্রীড়া প্রতিবেদক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

বিপিএলের ফাইনাল

শিরোপা জয়ের লড়াইয়ে প্রস্তুত দুই প্রতিদ্বন্দ্বী

প্রস্তুত লড়াইয়ের মঞ্চ। প্রস্তুত প্রতিদ্বন্দ্বী দুই দল ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রতীক্ষার প্রহর গুনছেন ভক্ত-সমর্থকরা। তাদের অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। আজ সন্ধ্যায় যে বিপিএলের ফাইনাল! প্রায় মাস খানেকের উদ্বেগ-উৎকণ্ঠার লড়াই শেষে টুর্নামেন্ট দাঁড়িয়ে এখন একটা ম্যাচের ওপর। জিতলেই স্বপ্নপূরণ; হবে রাজত্ব উদ্ধার। হারলে শিরোপার জন্য অপেক্ষা বাড়বে অন্তত আরো এক বছর।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন ঢাকার ফ্র্যাঞ্চাইজি (ঢাকা ডায়নামাইটস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স)। একবার করে শিরোপা স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যক্তিগতভাবে হিসাব করলে মাত্র দুজন অধিনায়কই হাতে তুলতে পেরেছেন স্বপ্নের শিরোপা। একবার ট্রফি স্বাদ নিয়েছেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সর্বোচ্চ চারবার দলকে শিরোপা জিতিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি। কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথম ও শেষবার যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা মাশরাফির নেতৃত্বের ওপর দাঁড়িয়ে।

সময়ের বিবর্তনে দুই মৌসুম ধরে ‘নড়াইল এক্সপ্রেস’ রংপুর রাইডার্সের অধিনায়ক। গত আসরে সাকিবের ঢাকাকে কাঁদিয়ে রংপুর রাইডার্সের স্বপ্নপূরণ করেছিলেন মাশরাফি। সেই হারের মধুর একটা প্রতিশোধই এবার নিল ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিবের দল। মাশরাফির দল প্রথম কোয়ালিফায়ারও ম্যাচও হেলেছিল। সেটা কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। অন্যদিকে প্লে-অফ ম্যাচে দুটিতে জিতেই হারানো শিরোপা উদ্ধারের শেষ প্রান্তে চলে এসেছে ঢাকা ডায়নামাইটস।

ঢাকা জিতলে দ্বিতীয়বারের মতো ট্রফি হাতে তুলবেন। তবে কুমিল্লা চ্যাম্পিয়ন হলে সেটা ইমরুল কায়েসের জন্য হবে বিশেষ কিছু। বিপিএলের ট্রফি ওঠবে তৃতীয় কোনো অধিনায়কের হাতে। সেভাবেই প্রস্তুতি নিয়েছে ভিক্টোরিয়ানস শিবির। কাগজে-কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল তারাই। এই দলে শুরুর দিকে খেলে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও নির্বাসিত ক্রিকেটার স্টিভেন স্মিথ। চোটের কারণে শুরুতেই আসর থেকে ছিটকে গেছেন তিনি।

পরে স্মিথের পরিবর্তিত হিসেবে ইমরুলের কাঁধে পড়ে নেতৃত্বের জোয়াল। অধিনায়ক হিসেবে ভালোভাবেই দলকে পথ দেখিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। তাই আজকের লড়াই সাকিবের সঙ্গে ইমরুলের নেতৃত্বেরও। দুই দলের বিদেশি ক্রিকেটারদের খন্ড খন্ড লড়াইগুলো গড়ে দিতে পারে এবারের বিপিএলের শিরোপা ভাগ্য। দুই দলের বোলিং বিভাগ দারুণ ছন্দে আছে। মিডল অর্ডারেও তাদের পর্যাপ্ত ফিনিশার আছে। ফর্মে আছে দুই দলই। অপেক্ষা এখন জমজমাট এক ফাইনালের। গত বছর ফাইনালটা অবশ্য একতরফা বানিয়ে দিয়েছিলেন রংপুর রাইডার্সের বাঁ-হাতি ওপেনার ক্রিস গেইল। করেছিলেন বিস্ফোরক এক সেঞ্চুরি। সেই তিনিই এবার পুরো আসরে খেললেন নিজের ছায়া হয়ে। অবশ্য গেইল না থাকলেও আজকের ফাইনালে আছে ক্যারিবীয় তারকারা। ঝড় উঠতে পারে তাদের ব্যাটেও।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,ফাইনাল ম্যাচ,বিপিএল ২০১৯,ঢাকা ডায়নামাইটস,কুমিল্লা ভিক্টোরিয়ানস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close