reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০১৯

ধীর গতির ব্যাটিংয়ে খুলনার সংগ্রহ ১২৮

বিপিএলের ষষ্ঠ আসর গড়িয়েছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজশাহী ও খুলনা। টাইটান্সদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন।

শুরু থেকেই ধীর গতির ব্যাটিং করে খুলনা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করতে পেরেছে খুলনা টাইটান্স।

২ ওপেনারের শুরুটা খুব বেশি উজ্জল ছিলো না। ১ চার আর ১ ছক্কায় দ্বিতীয় ওভারে উদানার বলে ফিরে যান ওপেনার জুহুরুল। জুনায়েদ সিদ্দিকও বিদায় নেন একই ধারা মেনে। এক চার আর ১ ছক্কায় দলীয় ৩৭ রানে বিদায় নেন তিনি। আজকের ম্যাচে জায়গা পাওয়া ডেভিড মালান নেমে দলের প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ। ৯ বলে ফিরে যান ৬ রান করে।

এরপর উইকেটের পতন ধারা অব্যাহত থাকে। মেহিদী হাসান মিরাজ,আরাফাত সানি ও উদানি ২টি করে উইকেট নেন।

রাজশাহী কিংস একাদশ : মুমিনুল হক, মেহেদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিস্টিয়ান জোন্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভানস, রায়ান টেন ডেয়েসকাটে, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

খুলনা টাইটান্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইসি, আরিফুল হক, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,খুলনা টাইটানস,রাজশাহী কিংস,সিলেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close