reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৮

সিরিজ নির্ধারণী ম্যাচ

টাইগারদের সম্ভাব্য একাদশ

টেস্ট সিরিজে ক্যারিবীয়দের ধবল-ধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয় টাইগারদের। সেই সুখস্মৃতি নিয়ে আজ ফের মাঠে নামছে টাইগাররা। তবে আজকের ম্যাচটি জিতলে ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত হবে টাইগারদের। তাই আজকের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ তা দেখার বিষয়?

বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে কাঙ্ক্ষিত সেই ম্যাচ।

গত ম্যাচে জয় পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট একাদশ সাজানোর ক্ষেত্রে উইনিং কম্বিনেশকেই গুরুত্ব দিচ্ছে। কারণ, গত ম্যাচে ফিল্ডিংয়ে কিছু ত্রুটি আর রুবেল হোসেনের বাজে বোলিং ছাড়া কারো পারফরমেন্সই অসন্তুষ্ট হওয়ার মতো ছিল না।

লোয়ার স্কোরিং ম্যাচে মুশফিক ছাড়া অন্য কেউ লম্বা ইনিংস না খেলতে পারলেও দুর্দান্ত ব্যাট করেছেন কয়েকজন। বোলিং ডিপার্টমেন্টেও মেহেদী মিরাজ, সাকিব ও মাশরাফি কিপটে বোলিং করেছেন।

এদিকে চোটের কারণে আজকের ম্যাচে মাশরাফি না খেললে তার পরিবর্তে খেলতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে সিরিজে টিকে থাকার জন্য ক্যারিবীয়দের সামনে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১. তামিম ইকবাল

২. লিটন কুমার দাস

৩. ইমরুল কায়েস

৪. সাকিব আল হাসান

৫. মুশফিকুর রহিম

৬. সৌম্য সরকার

৭. মাহমুদউল্লাহ রিয়াদ

৮. মেহেদী হাসান মিরাজ

৯. মাশরাফি বিন মুর্তজা/সাইফউদ্দিন

১০. রুবেল হোসেন

১১. মোস্তাফিজুর রহমান

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সম্ভাব্য একাদশ,টাইগার,মাশরাফি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close