reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০১৮

শ্রীলংকার কাছে হার

টানা ৩ ম্যাচ হেরে বিদায় নিচ্ছে বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে গেল বাংলাদেশ। টানা ৩ ম্যাচে হারের কারণে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের মেয়েদের বিদায় নিতে হচ্ছে। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ২ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল।

গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলংকাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তটা যথার্থতা প্রমান করেন বাংলাদেশ দলের বোলাররা। স্কোর বোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই লংকান ওপেনার যশোদা মেন্ডিজকে বোল্ড করেন জাহানারা আলম। আরেক ওপেনার হাসিনি পেরেরাকে ৯ রানে ফেরান খাদিজাতুল কুবরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয় লংকান নারীরা। বাংলাদেশের সফল বোলার জাহানারা আলম নির্ধারিত ৪ ওভার বোলিং করে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া খাদিজা, রুমানা এবং ফাহিমা নেন ১টি করে উইকেট।

জয়ের জন্য ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। ম্যাচে প্রতিপক্ষের ন্যায় বাংলাদেশ দলও শূন্য রানেই প্রথম উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। তিনি ছাড়া বাংলাদেশ দলের কেবলমাত্র অপর দুই ব্যাটসম্যান আয়েশা রহমান(১১) ও রিতু মনি(১১) দুই অঙ্কের কোটা স্পর্শ করতে হন। চামিরা আতাপাত্তু তিন ওভার বোলিং করে ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শশিকলা ২ উইকেট নেন ১০ রানের বিনিময়ে।

আগামী ১৮ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সালমারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ,বাংলাদেশের মেয়েরা,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close