reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০১৮

‘তোমার সবচেয়ে বড় ভুল ছিল ম্যাচটা দেখতে আসা’

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ের পরই ক্ষুব্ধ সমর্থকদের আক্রমণের শিকার হন লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। এবার সেই তালিকায় যোগ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো ভক্ত ও পর্তুগিজ সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপের মুখে পড়েছেন জর্জিনা।

শনিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে পর্তুগালকে ২-১ ব্যবধানে হারায় উরুগুয়ে। এডিসন কাভানির জোড়া গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোদের হারিয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে তারা। একইসঙ্গে রাশিয়া বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল সুয়ারেজ-কাভানিরা। অন্যদিকে এই পরাজয়ে থেমে গেছে পর্তুগালের বিশ্বকাপ মিশন। দলের এমন বিদায়ে হতাশ, ক্ষুব্ধ সমর্থকরা। তাতেই রোনালদোর পাশাপাশি ক্ষুব্ধ ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন তার বান্ধবীও।

উরুগুয়ের বিপক্ষে পরাজয়ের পর স্বভাবতই রোনালদো এবং তার দলের পাশে দাঁড়ান জর্জিনা। সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদো ও পর্তুগালকে সান্ত্বনা জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান তিনি। কিন্তু সেটাই দাঁড়ায় কাল হয়ে। জর্জিনার এই পোস্ট দেখে ক্ষুব্ধ সমর্থকদের ক্ষোভটা যেন আরও বেড়ে যায়।

জর্জিনার পোস্টের নিচে উরুগুয়ের পতাকার ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ সমর্থকদের কয়েকজন। কেউ কেউ লিখেছেন, ‘গুড বাই পর্তুগাল।’ কেউবা জর্জিনাকে বলেছেন, ‘তোমার অবশ্যই এখন রোনালদোকে ঘরে যেতে বলা উচিত।’

বাদ যাননি ইরানের সমর্থকরাও। গ্রুপ পর্বে বিতর্কিত পরাজয়ে পর্তুগালের ওপর আগে থেকেই খেপে রয়েছেন দেশটির সমর্থকরা। সুযোগ পেয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন তারাও। জর্জিনার পোস্টের নিচে ইরানের পতাকা পোস্ট করেন তারা। কেউ লিখেছেন, ‘বিদায় পর্তুগাল। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড এখন তবে ঘরে ফিরছে! ’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন পর্তুগালকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জর্জিনা। আক্রমণ করার জন্য এটাকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন কেউ কেউ। তারা লিখেছেন, ‘তোমার সবচেয়ে বড় ভুল ছিল ম্যাচটা দেখতে আসা। দুঃখজনক হলো, তুমি সৌভাগ্যবানদের একজন নও।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বড় ভুল,ম্যাচ,দেখতে আসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist