reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

রোনালদোর রেকর্ড, হারলেন নেইমার

প্রথম গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো

বড়ই ব্রিবতকর এবং বিবর্ণ মৌসুম এবার। কোপা দেল রে থেকে বিদায় হয়ে গেছে। লা লিগার শিরোপা দৌড়েও অনেক অনেক পিছিয়ে পড়েছে জিদানের দল। তবে ইউরোপীয় ফুটবলের আসল লড়াইয়ে সেই চেনারূপে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে বুধবার রাতে ৩-১ গোলে তারা হারিয়ে দিয়েছে নেইমারের পিএসজিকে। হ্যাঁ, জয়ের নায়ক সেই রোনালদোই। চলতি মৌসুমে যিনি ছিলেন প্রায় টানা নিস্প্রভ। তবে আসল লড়াইয়ে ঠিকই জ্বলে ওঠলেন সিআর সেভেন।

শুধু কি জ্বলে ওঠলেন? স্যান্টিয়াগো বার্নাব্যু সাক্ষী থাকল রোনালদোর অসাধারণ ইতিহাসের৷রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করলেন সিআর সেভেন৷ জোড়া গোল এসেছে ক্রিশ্চিয়ানোর পা থেকে৷ আর তাতেই ঘরের মাঠে রিয়াল অনায়াসে হারায় প্যারিস সেইন্ট জার্মেইকে৷

লা লিগায় রিয়ালের এবারের যাত্রা মোটেও ভালো নয়। ঘরের মাঠে বারবার হোঁচট খেতে হয়েছে জিদানদের৷ যদিও সোসিয়েদারের বিরুদ্ধে গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল মাদ্রিদ৷ হ্যাটট্রিক করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন রোনালদো৷ আর সেই আত্মবিশ্বাসটাই কাজে লেগেছে পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টারের প্রথম পর্বের ম্যাচে।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ধারাবাহিকতা অবশ্য অসাধারণ। শেষ আটবারের সেমিফাইনালিস্ট তারা৷ কিন্তু চলতি মৌসুমে যেভাবে ছন্নছাড়া দলে পরিণিত হয়েছিল তারা, তাতে এবার সংশয় ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগ বলে কথা। একই কথা প্রযোজ্য রোনালদোর ক্ষেত্রেও৷ লা লিগায় যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে গোলের কমতি নেই পর্তুগীজ তারকার৷ সেটারই ধারাবাহিকতা বজায় রাখলেন সিআর সেভেন৷ যার ফল পেল জিদানের দল৷শুরুতেই পিছিয়ে পড়েও ঘটনাবহুল প্রি-কোয়ার্টার ফাইনালে নেইমারদের ৩-১ গোলে বিধ্বস্ত করে মাদ্রিদ৷

আক্রমণ পাল্টা আক্রমণে শুরুতেই দারুণ জমে ওঠেছিল ম্যাচ। গোলের সুযোগ তৈরি করে দু’দলই৷ তবে রিয়ালকে হতাশ করে এগিয়ে যায় সফরকারীরা। ৩৩তম মিনিটে এমবাপের ক্রস থেকে অরক্ষিত রাবিয়ত গোল করে এগিয়ে দেন প্যারিস সেইন্ট জার্মেইকে।

যদিও প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় রিয়াল৷ ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো৷ চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার শততম গোল৷ ৮৩ মিনিটে পিএসজি গোলরক্ষকের দস্তানা ফেরত বল পুনরায় জালে ঠেলে দেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোর স্কোরার রোনালদো৷ ৮৬ মিনিটো মার্কোর পাস থেকে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্সেলো৷

পিএসজির বিরুদ্ধে জোড়া গোলের পর চলতি চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ১১৷ এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা৷ আগামী ৬ মার্চ প্যারিসে ফিরতি লেগের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে দু’দল৷ তবে নিজেদের মাঠে ৩-১ গোলের জয়ে কিছুটা হলেও এগিয়ে থাকলো রিয়াল। অবশ্য হারলেও প্রতিপক্ষের মাঠ থেকে এক গোল করার কিছুটা স্বস্তি নিয়ে প্যারিস ফিরে পিএসজি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিয়াল মাদ্রিদ,ক্রিশ্চিয়ানো রোনালদো,চ্যাম্পিয়ন্স লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist