reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০১৯

সংবাদ সম্মেলনে হানিফ

ফণী মোকাবেলায় সরকার প্রস্তুত

ফাইল ছবি

ঘূর্ণিঘড় ফণীর ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই প্রশাসনের বাইরে ক্ষমতাসীন সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। হানিফ বলেন, ফণীর ক্ষয়ক্ষতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফণীর ক্ষতি থেকে বাঁচাতে মানুষকে সতর্ক করার জন্য দেশের বিভিন্ন জেলায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে মানুষের সহায়তায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের দলীয় সভাপতির নির্দেশে এ বিপদ সঙ্কুল পরিস্থিতি মোকাবেলায় তৃণমূলকে যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নেতৃত্বে একটা সেল গঠন করা হয়েছে। এরা দুর্যোগপ্রবণ বা উপকূলীয় এলাকা থেকে তথ্য নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের চেষ্টা করবে।

তিনি জনগণের উদ্দেশে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি আওয়ামী লীগও জনগণের পাশে থাকবে।

আওয়ামী লীগের ওই সেলের কাছে তথ্য দিতে চাইলে ফোন করা যাবে ৯৬৭৭৮৮১ ও ৯৬৭৭৮৮২ এই দুটি নম্বরে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঘড়,ফণী,মাহবুব-উল আলম হানিফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close