কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৮

‘নির্বাচন নিয়ে চক্রান্ত করে লাভ হবে না’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। একটি চক্র নির্বাচন বানচালের জন্য জোটের নামে চক্রান্ত করছে। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করে লাভ হবে না। কোনো অজুহাতেও কাজ হবে না।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থমন্ত্রী নাসিম আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,চক্রান্ত,লাভ,কেরাণীগঞ্জ,স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close