reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী

কানাডা ও যুক্তরাষ্ট্রের কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান পরিদর্শনের লক্ষ্যে আগামীকাল বুধবার ভোরে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কানাডা সফরকালে শিল্পমন্ত্রী সে দেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ইন্টারটেক কানাডা পরিদর্শন এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া তিনি কানাডার সংসদ সদস্য ও কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি নাথানিয়েল এরস্কাইন স্মিথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। শিল্পমন্ত্রী কানাডা সফর শেষে যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মান অবকাঠামো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান টিবিসি ও আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউট পরিদর্শন করবেন।

তিনি নিউইয়র্কে অবস্থিত ইউনাইটেড স্টেটস্ ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মান অবকাঠামোর উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় মিলিত হবেন।

ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিল্পমন্ত্রী। প্রতিনিধিরা হলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান মো. ছায়েদুজ্জামান, শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান মু. আনোয়ারুল আলম, মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ.এম. মাহমুদ (কিরন) ও প্রটোকল অফিসার আবু বক্কর চৌধুরী। আগামী ১৫ অক্টোবর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিল্পমন্ত্রী,আমির হোসেন আমু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist