reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুন, ২০১৭

অফিস খুলেছে, উপস্থিতি কম

ঈদুল ফিতরের ছুটির পর সরকারি অফিস আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার কম। বুধবার সকাল ৯টায় অফিস সময়ের মধ্যে যারা অফিসে এসেছেন তারা কোলাকুলি ও কুশল বিনিময়ে ব্যস্ত আছেন।

যথারীতি সকাল ৯টায় অফিস খুলেছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিস চলেছিল। এদিন ব্যাংক-বীমাও খুলেছে। তবে সেখানে গ্রহকদের উপস্থিতি কম, লাইনে তেমন ভিড় নেই। কর্মচারীদের উপস্থিতিও কম।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কাউন্টার কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘আমরা যারা সরাসরি গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ত তারা আগে চলে এসেছি। অন্যরা ধীরে ধীরে আসবেন।’

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারি ছুটি নির্ধারিত ছিল ২৫, ২৬ ও ২৭ জুন (রবি, সোম ও মঙ্গলবার)। শনিবার ২৫ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। তবে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে অনেকেই বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন।

এদিকে, চলতি ১০ম সংসদের ষষ্ঠদশ অধিবেশন মুলতবি থাকার পর বুধবার আবারও শুরু হবে। তাই ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করলেও সংসদ সদস্যদেরও এদিন ঢাকায় ফেরার তাড়া রয়েছে। ৩০ মে শুরু হওয়া এ অধিবেশন হচ্ছে চলতি বছরের বাজেট অধিবেশন

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অফিস,উপস্থিতি,কম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist