reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০২০

করোনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্বপালন শেষে অবসর ছুটি ভোগরত তৌফিক আলম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিসিএস ৮৬ ব্যাচের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

পৃথক শোকবার্তায় তৌফিক আলমের দীর্ঘ চাকরিজীবনের কথা স্মরণ করেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনায় মৃত্যু,অতিরিক্ত সচিব,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close