নিজস্ব প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০১৯

অসুস্থ হয়ে হাসপাতালে স্যার ফজলে হাসান আবেদ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কিছুটা অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্যার আবেদের পরিবারের সদস্যরা তার সঙ্গে আছেন।

শুক্রবার স্যার আবেদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ব্র্যাকের কমিউনিকেশন ও আউটরিচ পরিচালক মৌটুসি কবির বলেন, স্যার আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার আবেদের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দর্শনার্থীদের সংখ্যা সীমিত রাখার পরামর্শ দিয়েছে। বিষয়টিকে সংবেদনশীলভাবে দেখার জন্য গণমাধ্যমের প্রতি ব্র্যাকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মুসা।

৮৩ বছর বয়সে চলতি বছর স্যার আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়।

১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। দারিদ্র্যবিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় স্যার আবেদ বাংলাদেশ ও বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন।

১৯৮০ সালে র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার, ২০১১ সালে ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, ২০১৪ সালে লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, স্প্যানিশ অর্ডার অব সিভিল ম্যারিট, ২০১৫ সালে বিশ্ব খাদ্য কর্মসূচি পুরস্কার অর্জন করেন। সর্বশেষ চলতি বছর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড, শিক্ষায় ভূমিকা রাখায় ইয়াডান পুরস্কারের জন্য মনোনীত হন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্যার ফজলে হাসান আবেদ,অসুস্থ,ব্র্যাক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close