reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

চকবাজারে আগুন : নিহত বেড়ে ৬৯

পাঁচ দিন অসহ্য যন্ত্রণায় ভোগে মারা গেলেন চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ দুইজন। আনোয়ার হোসেন ও সোহাগ নামের এই দুইজনের মৃত্যুতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬৯ জনে দাঁড়াল।

গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আরো সাতজনের সঙ্গে ভর্তি করা হয়েছিল তাদের।

বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, সোমবার রাত ১০টা ২০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। এর মিনিট দশেক পর মারা যান সোহাগ।

৫৫ বছর বয়সী আনোয়ার আর ২৫ বছর বয়সী সোহাগ দুজনেরই দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রিকশাচালক আনোয়ারের বাবার নাম আলী হোসেন। তার বাড়ি রাজবাড়ী জেলার রায়নগর গ্রামে। কামরাঙ্গীরচরের ছাতা মসজিদের পূর্বপাশে স্ত্রী হাজেরা বেগম এবং তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ার। একমাত্র মেয়ে বীথির আবদারে তার জন্য বিরিয়ানী কিনতে সেদিন চকবাজারে গিয়ে আগুনের মধ্যে পড়েছিলেন আনোয়ার।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চকবাজারে আগুন,ঢাকা মেডিকেল,অগ্নিদগ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close