reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

কাল থেকে ফিরতি হজ ফ্লাইট

এ বছরের হজ কার্যক্রমের সমাপ্তি হয়েছে। এখন ধর্মপ্রাণ মুসল্লিরা অবস্থান করছেন কেউ পবিত্র মক্কায়, কেউ মদিনায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারতের মাধ্যমে হাজিরা সৌদি আরব সফর শেষ করবেন। কেউ কেউ কাবায় বিদায়ী তাওয়াফ করবেন।

আবার যারা হজের একটু বেশি সময় আগে সৌদিতে গিয়েছিলেন, তাদের অনেকেই হজের আগেই নবীর রওজা জিয়ারত শেষ করেছেন। এখন দেশে ফেরার পালা। আগামীকাল সোমবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন হাজি নিয়ে কাল রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের পাশাপাশি ফিরতি হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও হাজিরা দেশে ফিরবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজ,হজ ফ্লাইট,হজযাত্রা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close