reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০১৮

প্রধানমন্ত্রীর খাবারের মেনুতে মাংস রাখা হয়নি

পশ্চিমবঙ্গের আসানসোলে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্যায়নের মেনুতে মাংস রাখা হয়নি। সম্প্রতিকালে ভাগাড়কাণ্ডে আতঙ্কের কারণে তার মেুনু থেকে মাংস বাদ দেয়া হয়েছে। তার বদলে খাবারের আয়োজনে স্থান পাচ্ছে পাবদা, চিংড়ি, ভেটকি মাছের হরেক পদ। আগামীকাল শনিবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, প্রতিবেশি দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে, সেজন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। চারদিকে চলছে সাজ সাজ রব। কোনও ঘটতি রাখতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতেই শেখ হাসিনার খাবারের মেনুতে রাখা হচ্ছে না মাংসের কোনও পদ।

সম্প্রতিকালে ভাগাড়কাণ্ডে পশ্চিমবঙ্গে তোলপাড় হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুধাংশু গুহ জানিয়েছেন, এই পরিস্থিতি বিচার করেই মেনু থেকে মাংসকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বদলে শেখ হাসিনার জন্য মেনুতে থাকবে ডাব চিংড়ি, ভেটকি পাতুড়ি, পাবদা মাছ। পাশাপাশি, রমজান মাস চলায় ফল ও পানীয়ের ব্যবস্থাও থাকছে। অবশ্য বর্ধমানের মিহিদানা ও সীতাভোগও মেনু থেকে বাদ যাচ্ছে না।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যাহ্নভোজ,প্রধানমন্ত্রী,মেনুতে মাংস রাখা হয়নি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist