reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুলাই, ২০১৭

প্রিন্সেস ডায়ানার মৃতদেহ চুরির চেষ্টা!

ব্রিটিশ রাজবধূ ডায়নার মৃতদেহ এ পর্যন্ত চারবার চুরির চেষ্টা চালানো হয়েছে। সম্প্রতি একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ডায়ানার ভাই আর্ল স্পেনসার (৫৩) এ তথ্য দিয়েছেন। সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছেন আর্ল স্পেনসার।

ডায়ানার মৃত্যুর সময় তার বড় ছেলে উইলিয়ামের বয়স ১৫ ও ছোট ছেলে হ্যারির বয়স ছিল ১২। রীতি অনুযায়ী মায়ের শেষকৃত্যের সময় কফিনের পেছনে পেছনে তাদের দীর্ঘ পথ হেঁটে যেতে হয়েছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেয়া একাধিক সাক্ষাৎকারে বিষয়টিকে বেদনাদায়ক উল্লেখ করেছেন উইলিয়াম-হ্যারি। তারা জানান, মাতৃশোকে কাতর অবস্থায় জনসম্মুখে ওই রীতি পালনে তারা আগ্রহী ছিলেন না।

১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। পরে তাকে নর্থহ্যাম্পটনশায়ারের আলথর্পে সমাহিত করা হয়। বিবিসি রেডিও ফোরকে ডায়ানার ভাই আর্ল স্পেনসার বলেন, রাজ কর্মকর্তারা আমাকে তখন জানিয়েছিলেন উইলিয়াম-হ্যারি নিজেদের সিদ্ধান্তেই কফিনের পেছনে দীর্ঘপথ হাঁটতে চেয়েছিল।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিন্সেস ডায়ানা,মৃতদেহ,চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist