reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০১৭

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ডেবির আঘাত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে ঘণ্টায় ২৬৩ কিমি গতিবেগে ঘূর্ণিঝড় ডেবি হানা দিয়েছে। জনপ্রিয় অবকাশযাপনের এই এলাকাটি থেকে ২৫ হাজার বাসিন্দাকে সড়ে যেতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড় ডেবি মূল ভূখণ্ডে হানা দিতে পারে।

প্রায় ২৩ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ২০১১ সালে সাইক্লোন ইয়াসির পর এটি হতে যাচ্ছে সবচেয়ে মারাত্মক ঝড়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো থেকে বলা হয়, সাইক্লোনটি খুবই ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন এবং এটি এরইমধ্যে হুইটসানডে দ্বীপপুঞ্জে চলে এসেছে।

বাতাসের গতিবেগ নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, বাতাস এত জোরে বইছে যেন দ্রুতগামী মালবাহী ট্রেইন ডান বামে উড়ে উড়ে আসছে!

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ট্রেলিয়া,ঘূর্ণিঝড়,ডেবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist