reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা

ইরাকের বাগদাদে সুরক্ষিত গ্রিন জোনে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এরমধ্যে দুইটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

ইরাকি পুলিশ রয়টার্সকে জানায়, গ্রিন জোন, যেখানে মার্কিন দূতাবাস ও বিদেশি মিশনের অবস্থান সেখানে মঙ্গলবার তিনটি কাত্যুশা রকেট আঘাত হানে।

সূত্র জানিয়েছে, বাগদাদের বাইরে জাফরানিয়াহ জেলা থেকে এই হামলা চালানো হয়েছে। যার দুইটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে।

বিবিসির এক রিপোর্টার বলেন, হামলার পর মার্কিন দূতাবাসে অ্যালার্ম বাজে এবং সবাইকে ভেতরে আশ্রয় নিতে বলা হয়। এদিকে আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার পর গ্রিন জোনে সাইরেন বার্তা চালানোর শব্দ শোনা গেছে। তবে এ হামলায় কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এর আগে বাগদাদের এই গ্রিন জোনে ৮ জানুয়ারি রকেট হামলার ঘটনা ঘটেছে। গত ৩ জানুয়ারি ইরানের কুদস ফোরসের প্রধান কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রকেট হামলা,মার্কিন দূতাবাস,ইরাক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close