reporterঅনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল, ২০১৮

ট্রাম্প, রাশিয়া ও উইকিলিকসের বিরুদ্ধে ডেমোক্রেটদের মামলা

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের ভোট প্রভাবিত করতে ষড়যন্ত্রের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির, রাশিয়া আর ‍উইকিলিকসের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দাখিল করা ডেমোক্রেটিক পার্টির আর্জিতে বলা হয়েছে, ওই নির্বাচনে জয় পেতে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির ‘রাশিয়ার সহযোগিতা সানন্দে’ গ্রহণ করে।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প।তার প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প এবং রশিয়া- দুই পক্ষই তা অস্বীকার করে আসছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাতে ট্রাম্পের পক্ষে যায়, রাশিয়া সেই চেষ্টা করেছিল বলে তাদের ধারণা হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজ এক বিবৃতিতে বলেছেন, ওই নির্বাচনে তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের সার্ভার হ্যাকিংয়ের ঘটনা ছিল একটি ‘নজিরবিহীন প্রতারণা এবং গণতন্ত্রের ওপর আঘাত’।

তাদের মামলায় ট্রাম্পের জামাতা জারেড কুশনার, রিপাবলিকান প্রচার শিবিরের স্ট্র্যাটেজিস্ট রজার স্টোন, সাবেক ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ছাড়াও উইকলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আসামি করা হয়েছে।

২০১৬ সালে ওই নির্বাচনের আগে মে মাসে ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরের সার্ভার হ্যাকারের কবলে পড়ার খবর আসে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ওই ঘটনায় রাশিয়ার হ্যাকারদের সন্দেহ করার কথা বলেন। জুলাই মাসে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের আগে আগে উইকিলিকস প্রায় ২০ হাজার ইমেইল ফাঁস করে দেয়, যেগুলো হ্যাকাররা সে সময় হাতিয়ে নিয়েছিল।

গণমাধ্যম লিখেছে, ডেমোক্রেটদের এই মামলাকে ওয়াশিংটনের অনেকে নিছক লোকদেখানো রাজনৈতিক ‘স্ট্যান্ট’ হিসেবে দেখছেন, কেননা এর তদন্তে এমন কিছু আসার সম্ভাবনা কম, যা চলমান অন্য তদন্তে আসেনি।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, যুক্তরাষ্ট্রের আইনে সাধারণভাবে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায় না।

কিন্তু ডেমোক্রেটরা বলছে, ওই নিয়ম এ মামলায় খাটবে না, কারণ রাশিয়া ব্যক্তিগত সার্ভারে ‘হানা দিয়েছিল’।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাম্প,রাশিয়া,উইকিলিকস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist