reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

মালদ্বীপের সুপ্রিম কোর্টে রাজবন্দিদের মুক্তির আদেশ প্রত্যাহার

মালদ্বীপে চলমান রাজনৈতিক অস্থিরতা নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। এবার দেশটির প্রধান বিচারপতিসহ দুই বিচারপতিকে আটকের পর সুপ্রিম কোর্ট নতুন এক আদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের আদেশে অন্য তিন বিচারপতি বিরোধী দলীয় ৯ রাজবন্দিদের মুক্তির আদেশ প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া বরখাস্ত হওয়া বিরোধীদলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহালের আদেশ দিয়ে জারি করা রুলটিও প্রত্যাহার করে নিয়েছে আদালত।

এদিকে দেশটির বিরোধী রাজনৈতিক দল চলমান সংকট নিরসনে পার্শ্ববর্তী দেশ ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। বিরোধী দল এমডিপি অভিযোগ করেছে, সরকারের চাপে আদালত রায় প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে গত সোমবার রাতে দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেনি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। এরপর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে আটক করা হয়। এ অবস্থায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের অপর তিন বিচারপতির বেঞ্চ থেকে নতুন এই আদেশ দেয়া হলো।

বুধবার প্রধান বিচারপতি এবং বিচারপতি আলি হামিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে অভিযোগ, ওই দুই বিচারপতি প্রেসিডেন্ট ইয়ামিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছিলেন। সূত্র : আল জাজিরা পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালদ্বীপ,জরুরি অবস্থা জারি,আদালত,সুপ্রিম কোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist