reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২০

শৈত্যপ্রবাহের পর নামতে পারে বৃষ্টি

সারা দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ আরো ২ বা ৩ দিন অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ কমে আসার পর নামতে পারে বৃষ্টি। তবে মাস শেষে তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও ২/৩ দিন অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ কমে আসলে ২৮/২৯ তারিখে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর কিছুটা কমে আসবে তাপমাত্রা। এরপর তাপমাত্রা বাড়বে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। রাজধানীতে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শৈত্যপ্রবাহ,শীত,বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close