reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৮

মায়ের সঙ্গে শেষ দেখার পর তাজিনের দাফন সম্পন্ন

কিছু বিদায় চিরদিনের, তার আর ফিরে আসা হয় না। কিছু দেখাও শেষ দেখা, তার আর পুনরাবৃত্তি হয় না। সেই দেখাই হয়ে গেল মা-মেয়েতে। আর কখনো মা শুনবেন না মেয়ের মুখে ‘মা’ ডাক। সেই সুযোগ নশ্বর এই পৃথিবীতে আর রইলো না।

কেননা, জীবনের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমালেন অভিনেত্রী তাজিন আহমেদ। মা পাগল এই অভিনেত্রী আর কোনোদিন মায়ের মুখোমুখি হবে না। বুধবার সকালে হয়ে গেল তাদের শেষ দেখা।

শেষবারের মতো মা’কে দেখাতে বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে অভিনেত্রী তাজিন আহমেদের মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ফটকে। এসময় তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

এরপর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাজিনের দাফন সম্পন্ন হয়।

তাজিনের এক-দেড় বছর বয়সেই তার বাবা মারা গিয়েছিলেন। শিশু কন্যাকে বুকে আগলে ধরে একটা জীবন কাটিয়ে দিলেন তাজিনের মা। নিজে আর কখনোই কোনো সম্পর্কে জড়াননি। কষ্টে-আহ্লাদে মানুষ করেছিলেন মেয়েকে। সেই মেয়েকে শেষ বিদায় দিতে কিংবা শেষ দেখা দেখতে গিয়ে যেন শোকে পাথর হয়েছিলেন তাজিনের মা। যখন সেই পাথরে আবেগ আঘাত হানলো, নিষ্ঠুর নিয়তির প্রতি মায়ের ক্ষোভ যেন বৃষ্টি হয়ে ঝরে গেল। এই কান্নার সান্তনা নেই, এই কান্নার বিরামও নেই।

তাজিন আহমেদের মা চেক ডিজঅনার মামলায় প্রায় ২ বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় করাগারে বন্দি রয়েছেন। তাই শেষবারের মতো মা’কে দেখাতে তাজিনের মরদেহ সেখানেই নিয়ে যাওয়া হয়েছিলো। কিছু সময় পরই আবার তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেষ দেখা,তাজিন,দাফন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist