বিনোদন প্রতিবেদক

  ১৮ মে, ২০১৮

১২ লাখ ছাড়িয়ে শাকিব-বুবলীর নতুন গান

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। পারিবারিক-কমেডিভিত্তিক গল্পে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এই পর্যন্ত ছবিটির একাধিক পোস্টার ও একটি টিজার প্রকাশ হয়েছে। সর্বশেষ প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ও টাইটেল গান।

সোমবার (১৪ মে) প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির টাইটেল গান। নোয়াখালী ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা এই গানে পাওয়া গেছে আঞ্চলিকতার আঁচ। সঙ্গে শাকিব-বুবলীর নজরকাড়া পারফর্মেন্স। টিজার দেখে যারা অসন্তুষ্ট হয়েছিলেন, তারা এই গানটি দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সুদীপ কুমার দীপের কথায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ গানের সুর ও সংগীতায়োজন করেছেন রাফাত। কণ্ঠ দিয়েছেন রাফাত ও ঐশী। ভারতের কোরিওগ্রাফার বাবা যাদবের নির্দেশনায় এই গানের দৃশ্যায়ন হয়েছে বিদেশের দৃষ্টিনন্দন লোকেশনে। এরইমধ্যে অন্তর্জাল ও সোশ্যাল মিডিয়ায় গানটি দারুণ সাড়া ফেলেছে। মাত্র চার দিনেই গানটি উপভোগ করেছে ১২ লাখের বেশি মানুষ। শুধু তাই নয়, ভিন্ন ধাঁচের গানটির প্রশংসাও করছেন অনেকেই। প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এই ভিউ।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি পারিবারিক গল্পে নির্মিত। যেখানে কমেডির পাশাপাশি রয়েছে অ্যাকশনও। ছবিতে শাকিব ও বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াতসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

প্রসঙ্গত, কিছু দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে। এরইমধ্যে সেই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার। এই চ্যানেল থেকেই ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির টিজার ও গান প্রকাশ হয়েছে।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ গানের লিংক— https://youtu.be/vzSJuQJvV70

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাকিব-বুবলী,চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া,ঢাকাই ছবি,গান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist