reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৭

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং যথাযথ হয়নি : এনএসইউ

দেশের বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং যথাযথভাবে তৈরি করা হয়নি বলে দাবি করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি দাবি করেন, সেখানে কিছু জায়গায় বৈষম্য হয়েছে। তবে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের প্রক্রিয়াকে স্বাগত জানান তিনি। তবে সম্প্রতি প্রকাশিত এই জরিপে প্রথম অবস্থানকারী ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। আজ রোববার দুপুরে সিন্ডিকেট হলে এই জরিপের বিভিন্ন দিক তুলে ধরে এনএসইউ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজ বিভাগের পরিচালক অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও উপ-পরিচালক বেলাল আহমেদ।

প্রসঙ্গত দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই করে ৩২টি নেওয়া হয়। এরমধ্য থেকেই গবেষণার মাধ্যমে সেরা ২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারণ করা হয়। যাতে প্রথম স্থান লাভ করে ব্র্যাক ইউনিভার্সিটি, দ্বিতীয় নর্থ-সাউথ ইউনিভার্সিটি ও তৃতীয় হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

উপাচার্য অধ্যাপক বলেন, ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড নামে জরিপ প্রতিষ্ঠানটি যে র‌্যাংকিং দিয়েছে তা যথাযথভাবে তৈরি করা হয়নি। র‌্যাংকিংয়ে প্রথম অবস্থানে রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়, এই জরিপে তাদের ওপর আমাদের কোনো অভিযোগ নেই জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে ব্রাকের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে। এই জরিপে তাদের বা আমাদের কোনো হাত নেই। তবে যেভাবে র‌্যাংকিং দেওয়া হয়েছে, তা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের র‌্যাংকিং হয়। এটি নিয়ে তোলপাড়ের কোনো কারণ নেই।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এনএসইউ,বেসরকারি বিশ্ববিদ্যালয়,র‌্যাংকিং যথাযথ হয়নি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist