শিশির মাহমুদ, রাবি

  ২৭ মার্চ, ২০১৭

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক ‘স্থিরচিত্র’ প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক ‘স্থিরচিত্র’ প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখা এ স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনকালে গৌতম দত্ত বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। এ রকম উদ্যোগের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখাকে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল বলেন, ‘মুক্তিযুদ্ধে ন্যাপ ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধ করেছে । বর্তমানে তাদের সঠিক সম্মাননা ও স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’ রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আসিফ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন, বর্তমান দপ্তর সম্পাদক তাজুল ইসলামসহ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই স্থিরচিত্র প্রদর্শনীতে ১০১ টি চিত্র প্রদর্শনী হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,‘স্থিরচিত্র’,প্রদর্শনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist