জবি প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০২০

জবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিয়েছে। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে বলে রোববার দুপুর ৩টায় শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়।

এর আগে বেলা ২টায় সকল বিভাগের শ্রেণি প্রতিনিধিরা একত্রিত হয়। সেখানে দীর্ঘ এক ঘণ্টা আলোচনার পর তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা জানান, বিশ্বব্যাপী করোনা আতঙ্কে ভুগলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্লিপ্ত। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আবেদন করেও কোনও সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, করোনা একটা জাতীয় সংকট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধের ক্ষেত্রে আমরা আলাদা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। বন্ধ হলে সবগুলোয় বন্ধ হবে।

এদিকে জাতীয় এবং বৈশ্বিক করোনা পরিস্থিতির নিরিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শ্রেণি প্রতিনিধি কর্তৃক ‘ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা’র প্রতি সংহতি জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও স্বাধিকার আন্দোলন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,ক্লাস,বর্জন,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close