জাবি প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০১৮

কোটার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ কয়েকটি দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত জাবির প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন কয়েকজন শিক্ষার্থী।

এ বিষয়ে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাবি শাখার সদস্যসচিব রতন বিশ্বাস বলেন, ৩০% কোটা ছিল সেটা উঠিয়ে নেয়া হয়েছে। আমরা সেটা ফিরে পেতে চাই। এজন্য দেশব্যাপী অবরোধ চলছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা মুক্তিযুদ্ধের সন্তান আছি, তারা আজকে আধা ঘণ্টা/এক ঘণ্টার জন্য অবরোধ করে রাখছি। আমাদের আরেকটি দাবি, রাজাকারের প্রজন্ম যারা আছে তারা যেন সুবিধা ভোগ করতে না পারে এবং দেশে যেন অবাঞ্ছিত থাকে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবরোধ,কোটা,ঢাকা-আরিচা মহাসড়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close