শাবি প্রতিনিধি

  ০৩ মে, ২০১৮

শাবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ‘কিপিং পাওয়ার ইন চেক: মিডিয়া, জাস্টিজ এন্ড রোল অব ল’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ ক্যাম্পাসে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেতনা-৭১ এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম-সম্পাদক সাইফ সায়েম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ রিফাত আল মামুন, দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রিবিতে,বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist