রাবি প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০১৮

রাবিতে আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩১তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে দুই দিনব্যাাপ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের এ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি অধ্যাপক শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আছাদুজ্জামান। এবং এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, এ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস্ সাবকমিটির কমিটির সদস্য, সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ৮টি এবং ওয়াটারপোলোতে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শেষ দিন বৃহস্পতিবার (আজ) সাঁতারে ৯টি এবং ওয়াটারপোলোতে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে এগারোটি হলের প্রায় ১৫০জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (আজ) বিকেল ৪টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আন্তঃকলেজ,সাঁতার,ওয়াটারপোলো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist