সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে মামলার ৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মামলার ৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু তামিম হোসেনকে (৭) উদ্ধারসহ প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২ মাস আগে অপহৃত তামিম হোসেনের বাবা সুন্নাত আলীর (৩৫) সঙ্গে আসামি আল-আমিনের বন্ধুত্ব গড়ে ওঠে। গত বুধবার চুয়াডাঙ্গার হানুরবাড়াদি গ্রামের বাদীর বাড়ির পেছন থেকে শিশু তামিমকে অপহরণ করে। এ ব্যাপারে তামিমের বাবা সুন্নত আলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দেয়।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১২-এর একটি দল সহকারী পুলিশ সুপার উসমান গণির নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাতী দক্ষিণপাড়া গ্রামে অপহৃত তামিম ও প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মেষতলী বাজার এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
পিডিএস/জেডকে