সিংগাইর (মানিকগঞ্জ)

  ০৭ মার্চ, ২০২৪

সিংগাইরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার(৭ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,সিংগাইর থানা পুলিশ,ফায়ার সার্ভিস, সিংগাইর সরকারি কলেজ, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়, সিংগাইর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন ও শ্রদ্ধাঞ্জলি দেন।

পরে এ দিবস উপলক্ষে একটি শুভযাত্রা বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইউএনও ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানের ভাষনের বিস্তর আলোচনা করেন।

এতে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.আব্দুল কাইয়ূম খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী, শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, ফায়ার সার্ভিস ইনচার্জ ইসতিয়াক আহমেদ প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিংগাইর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close