দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

দামুড়হুদায় নকল কীটনাশক বিক্রেতাকে অর্থদণ্ড

ছবি: প্রতিদিনের সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নকল কীটনাশক বিক্রি করায় বিক্রেতা কামরুল হাসান বিশ্বাস (৪০) কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বিশ্বাস ট্রেডার্সে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোনের সময় ওই দোকান থেকে ১১ প্যাকেট নকল সিনজেনটা থিয়োভিট কীটনাশক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যবসায়ী কানাইডাঙ্গা গ্রামের কামরুল হাসান বিশ্বাস দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২৫ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দেন। ওই সময় জব্দকৃত নকল কীটনাশকগুলো বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সহ দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা,নকল কীটনাশক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close