নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

নন্দীগ্রামে ৩ লাখ টাকা ছিনতাই, যুবলীগ নেতার নামে মামলা 

ছবি: প্রতীকী

বগুড়ার নন্দীগ্রামে এক গরু ব্যবসায়ীর পথরোধ করে মারপিট ও গরু বিক্রির পৌনে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বুড়ইল ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ মামলার আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে গেলেও ৩ নম্বর আসামি জাকারিয়াকেগ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার জাকারিয়া শরিষাবাদ গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার শরিষাবাদ এলাকার গরু ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,নন্দীগ্রাম,গরু ব্যবসায়ী,মারপিট,ছাত্রলীগ,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close