আমতলী (বরগুনা)প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

আমতলীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন নারী আহতের ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, হাছিনা বেগম (৫০), সুফিয়া বেগম (৮০), হনুফা বেগম (২৮), শাহিনুর বেগম (৪০) ও তানিয়া বেগম (১৯)।

জানা যায়, হারুন চৌকিদার ও সোনা মিয়া চৌকিদারের মধ্যে পৈত্রিক ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি হারুন চৌকিদারের দখলে ছিল। পরে সোনা মিয়া ওই জমি দখলে নিতে গেলে হারুনের লোকজন এতে বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা।

জানতে চাইলে হারুন চৌকিদার এ বিষয়ে বলেন, ‘আমার দখলে থাকা জমি সোনা মিয়া সন্ত্রাসী নিয়ে দখলে নিতে চাইলে আমরা বাঁধা দেই। ওই সময় সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে।’

জানতে চাইলে সোনা মিয়া চৌকিদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি আমার পৈত্রিক সূত্রে পাওয়া। আমার জমি আমি ভোগ দখলে নিতে চাইলে উল্টা আমার ওপর তারা হামলা করে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনা,আমতলী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close