কুষ্টিয়া প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

কুষ্টিয়ায় যুবক খুন, সাবেক ছাত্রলীগ নেতাসহ ৬ জন কারাগারে 

ছবি: প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়া সদর উপজেলায় মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা এসকে সজিবসহ ৬ যুবককে আদালতে সৌপর্দ করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে সৌপর্দ করে। এর আগে, হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীর চর থেকে মিলন হোসেনের (২৭) খণ্ড খণ্ড দেহাংশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার বড়বাজার দেশওয়ালী পাড়ার বাসিন্দা লিংকন, হাউজিং সি ব্লকের বাসিন্দা ইফতি খান, আড়ুয়াপাড়া হরিবাসর মোড়ের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা এসকে সাজিব, সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা জনি, কুমারগাড়া গ্রামের ফয়সাল আহমেদ এবং হাউজিং অ্যাস্টেট ডি ব্লকের বাসিন্দা সজল।

এসআই ইস্কান্দার জানান, গ্রেপ্তার সজিব ও ইফতি ব্যতীত বাকি ৪ জন হত্যাকাণ্ডে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে, ৩ ফেব্রুয়ারি রাতে মিলনের মা শেফালী খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,মিলন হত্যা,সাবেক ছাত্রলীগ,গ্রেপ্তার,কারাগারে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close