দোহার (ঢাকা) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের মৃত্যু; গ্রেপ্তার ১

ছবি: প্রতীকি

ঢাকার দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস। এ ঘটনায় জড়িত রাফিদ নাম এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে।

নিহত পিয়াসের মামা তমাল জানান, গত শনিবার দোহার মাছ বাজারে পূর্ব শত্রুতার জেরে পিয়াসকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দোহার ঘাটা গ্রামের রাফিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেও তার চিকিৎসার অবনতি হলে গত রবিবার তাকে জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পিয়াস সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় শনিবার নিহতের বাবা মুকুল শরীফ থানায় মামলা করেন।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, এ ঘটনায় মামলার ভিত্তিতে রাফিদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার দোহার,ছুরিকাঘাতে মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close