উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৪

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

কুড়িগ্রামের উলিপুরে বিরোধপূর্ণ জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নূর হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় (৫২) ও রাণু মিয়া (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর হোসেননের মৃত্যু হয়। এর আগে সকাল ৭টার দিকে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নে সংঘর্ষ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মালতিবাড়ী গ্রামের বাসিন্দা নুর হোসেন ও জাফর আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুর হোসেনকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় জাফর আলী ও রাণু মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close