নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

তালমা স্টেশনে নেই স্তন্যদান কক্ষ, বিপাকে মায়েরা

ছবি: প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা রেলওয়ে স্টেশনে নেই শিশু দুগ্ধ পান কেন্দ্র। এতে স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা নারী যাত্রীদের বিপাকে পড়তে হয়। এ ছাড়া স্টেশনের কর্মীদেরও থাকার ঘর নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মচারীদের। বুধবার (২৪ জানুয়ারি) সকালে তালমা স্টেশনে গিয়ে এই অবস্থা দেখা গেছে।

স্টেশন থেকে রাজশাহী ও কালুখালীগামী যাত্রী ঝরনা বেগম, রোকসানা আক্তার ও শিল্পী বিশ্বাস জানান, তাদের শিশুরা দুধ পান করতে চাইছে, কিন্তু স্টেশনে শিশুদের স্তন্যদানের জন্য কোনো ঘর নেই। এ কারণে স্টেশনে ট্রেনের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। দ্রুত সময়ে স্টেশনের একটি স্তন্যদান কক্ষ দাবি করেন তারা।

জানতে চাইলে তালমা স্টেশনের বুকিং ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, ‘শুধু শিশুদের স্তন্যদানের ঘর নেই, আমাদেরও থাকার ঘর নেই। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা (টিআই) সফিকুর ইসলাম স্বপন মোবাইল ফোনে জানান, ‘বর্তমানে স্টেশনটিতে মাস্টার নেই, তাই কর্মীদের থাকার জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়নি, পরবর্তীতে দেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,নগরকান্দা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close