মৌলভীবাজার  প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

মৌলভীবাজারে

তাপমাত্রা বাড়লেও কমেনি শীত, ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ

ছবি: প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। এর ফলে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীদের ভীড় দেখা গেছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, চলিত জানুয়ারি মাসের পুরোটাই এভাবে তাপমাত্রা উঠানামার সম্ভাবনা রয়েছে। এখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে যাচ্ছে না। ফলে শীত অনুভূত হচ্ছে বেশি।

অন্য দিকে, তীব্র শীতের কারণে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের ভীড়। প্রতিদিন অসংখ্য শিশু আক্রান্তের খবর পাওয়া গেছে। এ ছাড়া বয়স্করাও হাসপাতালে ছুটছেন। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় হিসেবে শীত জনিত রোগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০০ জনের কাছাকাছি দাবি করলেও সরকারি বেসরকারি হাসপাতাল ও ডাক্তারদের প্রাইভেট চেম্বার মিলিয়ে প্রতিদিন হাজারো রোগী শীত জনিত ডায়রিয়া,নিউমোনিয়া ও জ্বরসহ নানা রোগের চিকিৎসা নিচ্ছেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২৮ জন। তাদের মধ্যে ১১১ জন ভর্তি হয়েছেন আগের ২৪ ঘণ্টায়। এ ছাড়া মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই হাসপাতালেরর বর্হিবিভাগে ৮৫৩ রোগী চিকিৎসা নিয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ এ বিষয়ে বলেন, তীব্র শীতের কারণে অনেক লোক অসুস্থ হচ্ছেন। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, তীব্র শীতের কারণে জেলার ৭ উপজেলার পাহাড়ি ও হাওর এলাকাসহ শীতার্ত মানুষের জন্য ৩৬ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close