চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ৫২ হাজার হেক্টর জমিতে বোরো  আবাদ, বেড়েছে লক্ষ্যমাত্রা 

ছবি: প্রতিদিনের সংবাদ

গেলো বছর ধানের ভালো দাম পেয়ে চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো আবাদে নেমেছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। ফলে গত বছরের তুলনায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বোরো আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। পাশাপাশি কৃষক মই দিয়ে মাঠ সমানে কাজ করছেন। কোনো কোনো মাঠে ধানের চারা রোপণ চলছে পুরোদমে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত বছর বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৫১ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চলতি মৌসুমে ৫২ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩ হাজার ২২০ হেক্টর, শিবগঞ্জে ৭ হাজার ৩৩০ হেক্টর, গোমস্তাপুরে ১৫ হাজার ৭২০ হেক্টর, নাচোলে ৯ হাজার ৬৮০ হেক্টর ও ভোলাহাটে ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে।

বোরো ধান আবাদের জন্য ৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছেন কৃষকরা। ইতোমধ্যে চারা রোপণযোগ্য হওয়ায় কৃষকরা তাদের কার্যক্রম শুরু করেছেন।

সেচনির্ভর বোরো চাষাবাদে গভীর, অগভীর, এলএলপি সেচযন্ত্র প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট সেচযন্ত্র রয়েছে ১৬ হাজার ৮৭৭টি। এর মধ্যে গভীর ১৬ হাজার ৫১টি, অগভীর ১৩ হাজার ৫৯৬টি, বিদ্যুৎচালিত এলএলপি ২৯৮টি ও ডিজেলচালিত ১ হাজার ৩৩২টি। তবে বরেন্দ্র অঞ্চলে বোরো চাষাবাদের জন্য ১ হাজার ৫২১ গভীর ও ৪২টি এলএলপি নলকূপ রয়েছে।

কৃষক ওয়াহিদুজ্জামান জানান, এরই মধ্যে কিছু কিছু জায়গার জমিতে বোরো ধানের চারা রোপণ করা শেষ হয়েছে।

আতাহার এলাকার বোরোচাষি হুমায়ন বলেন, গেলো আমনে দর মোটামুটি ভালো পাওয়ায় এবার ৭ বিঘা জমিতে বোরো চাষ করছি। কৃষক শহিদুল ইসলাম জানান, এবার ২৫ কাঠা জমিতে বোরো ধান রোপণ করার জন্য জমি প্রস্তুত করছি।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, কয়েক বছর ধানের দাম ভালো পাওয়ায় চাষে মেতে উঠেছেন চাষিরা। গত বছর জেলায় লক্ষ্যমাত্রা থেকে ৪০৫ হেক্টর বেশি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁপাইনববাগঞ্জ,বোরো,আবাদ,লক্ষ্যমাত্রা,সেচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close