আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২৪

আনোয়ারায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামে আনোয়ারায় জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (১৫ জানুয়ারি) সকালে আনোয়ারা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তঅ ফেরদৌস হোসেন, প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এনামুল হক, জাহাঙ্গীর আলম, আসমত আলী, জগন্নাথ দাশ, ফারুক হোসেন, রাকিব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, চারদিনব্যাপী এ প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, ভলিবল, ক্রিকেট, টেবিলটেনিস, ব্যাটমিন্টন (ছাত্র-ছাত্রী) ইভেন্টে উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,আনোয়ারা,শীতকালীন,ক্রীড়া প্রতিযোগিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close