নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৪

নান্দাইলে চাঁদাবাজি বন্ধের নির্দেশ নবনির্বাচিত এমপির

ছবি: প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকায় সড়ক পথে সব ধরনের চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম। তিনি জানান, শুধু নান্দাইল পৌরসভার নির্ধারিত ১০ টাকা টোল আদায় চালু থাকবে।

সড়ক পথে চাঁদা আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। তিনি বলেন, নির্বাচনের আগে অটোরিকশা, সিএনজি অটোরিকশা চালকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কথা দিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে এই চাঁদা বন্ধ হবে। আমাদের নির্বাচনের ওয়াদা রক্ষাকল্পে গত মঙ্গলবার থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, এই প্রথম মন্ত্রী পাওয়ায় খুশি নান্দাইলবাসী।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,নান্দাইল,এমপি,চাঁদাবাজি,বন্ধ,নির্দেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close