ঝিনাইদহ প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

ঝিনাইদহে আ.লীগ ৩ ও স্বতন্ত্র ১ বিজয়ী

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের নৌকা ও ১টি আসনে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক নির্বাচিত হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এদের মধ্যে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল হাই এমপি (নৌকা) ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল স্বতন্ত্র (ট্রাক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু) আসনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল স্বতন্ত্র (ঈগল) ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী এমপি (নৌকা) পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সালাউদ্দীন মিয়াজী (নৌকা) ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম চঞ্চল (ট্রাক) পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

এছাড়া, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আজিম আনার (নৌকা) ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ট্রাক) আব্দুর রশীদ খান পেয়েছেন ৫৭ হাজার ১৯৪ ভোট।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close