সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৩

১০ বছর পর নৌকার প্রতিদ্বন্দ্বিতায় লাঙ্গল

ছবি: প্রতিদিনের সংবাদ

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে দীর্ঘ ১০ বছর পর নৌকার প্রার্থী পেয়ে শুরু থেকেই উচ্ছাসিত আওয়ামীলীগ নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের পর সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় প্রচারে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ সমর্থীত নেতাকর্মীরা। অপরদিকে, সোনারগাঁ আসনে একাধারে ১০ বছর ধরে লিয়াকত হোসেন খোকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেও পুনরায় বিজয় লাভের আশায় লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারে রয়েছেন তিনিও।

প্রতীক বরাদ্দের পর থেকে আব্দুল্লাহ আল কায়সার প্রথমে উপজেলার কাঁচপুর থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচারের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বিশাল উপস্থিতি রয়েছে। ইতিমধ্যে নৌকার প্রার্থী কায়সার তার নির্বাচনী প্রচারয় রোডম্যাপ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। প্রতিদিন নির্বাচনী প্রচারয় মাঠে সক্রিয় রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দীর্ঘ ১০ বছর মাঠ বঞ্চিত আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে, পাড়া মহল্লায়, অলি-গলিতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

অপরদিকে, নৌকার মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারনায় মাঠ চষে বেরাচ্ছেন লিয়াকত হোসেন খোকা। বিগত ১০ বছরে সোনারগাঁ উপজেলায় রাস্তাঘাট, সেতু নির্মাণ, নতুন নতুন স্কুল কলেজ নির্মাণ ও স্বাস্থ্য শিক্ষায় ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে প্রতিদিন তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে, পাড়া মহল্লায়, অলি-গলিতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন নৌকা। জাতীয় পার্টী মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা পেয়েছেন লাঙ্গল। বাংলাদেশ তরিকত ফেডারেশন মোঃ মজিবুর রহমান মানিক পেয়েছেন ফুলের মালা, বাংলাদেশ সুপ্রিম পার্টীর মোহাম্মদ আসলাম হোসেন পেয়েছেন একতারা, বিএনএম পাটির এবিএম ওয়ালিউর রহমান খান পেয়েছেন নোঙ্গর, বিকল্প ধারা বাংলাদেশ পার্টীর নারায়ন দাস পেয়েছেন কুলা, মুক্তিজোট পার্টির আরিফ পেয়েছেন কলার ছড়ি ও স্বতন্ত্র প্রার্থী এএইচএম মাসুদ দুলাল পেয়েছিলেন ঈগল প্রতীক। এদের মধ্যে এএইচএম মাসুদ দুলাল নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

স্থানীয় ভোটারদের দাবি, এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের সঙ্গে লাঙ্গলের প্রার্থী লিয়াকত হোসেন খোকার। সম্প্রতি নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,সোনারগাঁ,নির্বাচন,নৌকা,লাঙ্গল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close